ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে: সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে: সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যায় তা প্রার্থীদের নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত এক মতবিনিময় সভা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আজকের মতবিনিময় সভায় এতে সবাই সমর্থন দিয়েছেন।  
তিনি বলেন, নির্বাচন ঘিরে কিছু দুর্বৃত্তায়ন হচ্ছে। আমাদের নির্বাচনী এলাকাগুলোতে বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নির্মমভাবে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, সেখানে কয়েকজন মারা গেছেন।

ঢাকা দক্ষিণের সাবেক এ মেয়র বলেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা নেবে। আমরা যারা প্রার্থী আছি, তারা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা নিশ্চিত করব, যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিতে পারে।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন নয় আমাদের সবাইকে নির্বাচন সফল করতে সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।