ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁদপুর-১: গুমের হুমকির অভিযোগে গোলাম হোসেনকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
চাঁদপুর-১: গুমের হুমকির অভিযোগে গোলাম হোসেনকে শোকজ গোলাম হোসেন

ঢাকা: হত্যা ও গুমের হুমকি দিয়ে সমর্থক বানানো চেষ্টার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় অবৈধ) গোলাম হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলার সিনিয়র সহকারী জজ মাইনুল ইসলাম তাকে এই শোকজ দেন।

শোকজে মো. গোলাম হোসেনকে উদ্দেশ্য করে বলা হয়, আপনার বিরুদ্ধে কচুয়া থানায় সুনির্দিষ্ট অভিযোগে জিডি বা সাধারণ ডায়েরি করেছেন মো. এয়াকুব আলী নামের একজন ভোটার। তার অভিযোগ আপনি নিজ সমর্থনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের যে তালিকা জমা দিয়েছেন, সে তালিকায় তার অজ্ঞাতে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করেছেন।  

জিডিতে উল্লেখ করা হয়, গত ৭ ডিসেম্বর রাত অনুমানিক ১২টার সময় জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের, ৭নং ইউনিয়নের সাবেক মেম্বার সাহাদাত হোসেন, কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি চান্দিয়াপাড়া গ্রামের ফখরুল আলম পলাশ, আমুজান দর্জিবাড়ির লিটন দর্জিসহ ৮/১০ জন লোক অভিযোগকারীর বাড়িতে এসে তিনি স্বাক্ষর করেছেন মর্মে একটি অ্যাফিডেভিটের কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে তাতে স্বাক্ষর করার জন্য জোর করেন। এ সময় এয়াকুব আলী স্বাক্ষর করতে অস্বীকার করলে তারা তাকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখান, তাতেও রাজি না হলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন প্রার্থী গোলাম হোসেনের লোকেরা।  

শোকজে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে সিনিয়র সহকারী জজ আদালত, মতলব, চাঁদপুর-এ সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য প্রার্থী মো. গোলাম হোসেনকে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।