ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁয় এনপিপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
নওগাঁয় এনপিপির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নওগাঁ: নওগাঁয় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।  

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়নপত্রে বেশ কিছু ত্রুটির কারণে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা।

 

রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা জানান, নওগাঁ-৫ আসনে এনপিপি থেকে মনোনয়নপত্র জমা দেন খন্দকার আমিনুর রহমান। কিন্তু তার হলফনামায় তার নিজস্ব স্বাক্ষর ছিল না। পাশাপাশি এক শতাংশ ভোটারেরও সত্যতা মেলেনি। এজন্য তার মনোনয়নপত্রটি বৈধতা পায়নি।

ঠিক একইভাবে নওগাঁ-৩ আসনে স্বপন কুমার দাস ও নওগাঁ-৬ এ ইনতেখার আলমও একই ভুল করেছেন। তারাও তাদের নিজ নিজ হলফনামায় স্বাক্ষর করেননি। পাশাপাশি তাদেরও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ছিল। এসব কারণে তাদের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর এর মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ইনতেখার আলম জানান, মনোনয়ন ফিরে পেতে তারা আপিল করবেন কিনা সে বিষয়ে পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।