ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকার প্রার্থীর নেতা-কর্মীদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
নৌকার প্রার্থীর নেতা-কর্মীদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি

সিরাজগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আগাম প্রস্তুতি স্বরূপ ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছে এনায়েতপুর থানা পুলিশ।  

এসব কেন্দ্র পরিদর্শনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডল এমপির সহযোগী স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২ ডিসেম্বর) যমুনা অধ্যুষিত দুর্গম চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন স্থল ইউনিয়নের কেন্দ্রগুলো পরিদর্শনে যান ওসি পঞ্চানন্দ সরকার।  

এ সময় ওসির সঙ্গে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত শাহিনুর সিদ্দিকী সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা ছাড়াও এনায়েতপুর থানা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক ব্যাপারী, সহ-দপ্তর সম্পাদক শাহাদত হোসেন মোল্লা, স্থল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মাইকেল।

কেন্দ্র পরিদর্শনের সময় ওসির সঙ্গে যাওয়া আওয়ামী লীগের ওই নেতা-কর্মীরা আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী মমিন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী বলে স্থানীয়দের দাবি। নেতাদের সঙ্গে নিয়ে স্থলচর বড় চৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বয়রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চালুহারা ইবতেদায়ী মাদরাসা, স্থল নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন ওসি।

এদিকে, নৌকা সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনের ঘটনায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা পুলিশের পক্ষপাতমূলক আচরণ বলেও দাবি করছেন অনেকে।  

এ ব্যাপারে চৌহালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল আলীম জানান, প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীন। নির্বাচনকালীন সময় তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণের স্বার্থে নিরপেক্ষ থাকবে। অথচ এনায়েতপুর থানার ওসি আওয়ামী লীগের প্রার্থীর সহযোগীদের নিয়ে কেন্দ্র পরিদর্শন করেছেন। এটা পক্ষপাতমূলক আচরণের অংশ।

এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, দুর্গম চরাঞ্চল হওয়ার কারণে ওইসব ভোটকেন্দ্র পরিদর্শনে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।