ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৩ সেপ্টেম্বর অংশীজনের সঙ্গে সংলাপ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
১৩ সেপ্টেম্বর অংশীজনের সঙ্গে সংলাপ ইসির

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

প্রথম ধাপে গণমাধ্যম, সুশীল সমাজ ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে জানিয়েছেন, প্রথম ধাপে অন্তত আটজনকে আমন্ত্রণ জানানো হবে। এতে গণমাধ্যম সম্পাদক, সাবেক আমলা, নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বরের বৈঠকের পর অন্যদের সঙ্গে কবে বৈঠক হবে তা নির্ধারণ করা হতে পারে।

এর আগেও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। তবে নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকতে ফের সংলাপে বসছে ইসি।

ইতোমধ্যে সিইসি জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।