ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন 

ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহরে সাধারণ ছুটি ৩০ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহরে সাধারণ ছুটি ৩০ জুলাই

ঢাকা: আগামী ৩০ জুলাই উপ-নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহরে) থাকছে সাধারণ ছুটি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুলাই, রোববার জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩০ জুলাই রোববার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩০ জুলাই ২০২৩ তারিখ রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সংসদ সদস্য মো. আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করায় চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ইইউডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।