ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালদীতে মেয়র পদে নৌকার প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুন ২১, ২০২৩
গোপালদীতে মেয়র পদে নৌকার প্রার্থীর জয় বিজয়ী প্রার্থী এম এ হালিম সিকদার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে  মনোনীত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার বিজয়ী হয়েছেন।

বুধবার (২১ জুন) রাত ৮টায় উপজেলার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

 

বিজয়ী প্রার্থী এম এ হালিম সিকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১৪৫ ভোট। এ নিয়ে তিনি টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তানভীর পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট।  

বুধবার  (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপালদী পৌরসাভার ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ৪টি অস্থায়ী কক্ষসহ মোট ৯২ কক্ষে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২৬০৭। পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫৭ নারী ভোটার ১৫ হাজার ৯৫০।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।