ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় হাতপাখার প্রার্থীর ভোটের ফলাফল প্রত্যাখান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
খুলনায় হাতপাখার প্রার্থীর ভোটের ফলাফল প্রত্যাখান

খুলনা: ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন বর্জন করেছেন হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল।

সোমবার (১২ জুন) রাত ৮টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

আব্দুল আউয়াল অভিযোগ করেন, ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সুযোগে আবার আঙুলের ছাপ নেওয়ার পর আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দিয়েছেন। যে কোনো প্রতিকে ভোট দিলে নৌকায় ভোট চলে যাচ্ছে। এমতাবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই।

প্রেস ব্রিফিংয়ে বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি এবং আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বানও জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা মহানগরের কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ-সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গণসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহসহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।