ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার আশা হাতপাখার ফয়জুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার আশা হাতপাখার ফয়জুলের বরিশাল নগরে গণসংযোগে ব্যস্ত বিসিসি মেয়রপ্রার্থী মুফতি ফয়জুল করীম

বরিশাল: বরিশাল সিটি নির্বাচন (বিসিসি) সুষ্ঠু হলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।  

তিনি বলেছেন, গণসংযোগের সময় মানুষ যেভাবে আমাকে আশ্বস্ত করছে তাতে আমার মনে হচ্ছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।

শনিবার (২৭) দুপুরে বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাতপাখা প্রতীকের এই মেয়রপ্রার্থী।

এসময় নির্বাচন নিয়ে মুফতি ফয়জুল বলেন, নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। কে আওয়ামী লীগ, কে বিএনপি কিংবা কে জাতীয় পার্টি সেটা আমাদের দেখার বিষয় নয়, বরং বরিশালের সকল ভোটারই আমার দাওয়াতের আওতাভুক্ত। আমি সবার কাছেই হাতপাখার দাওয়াত নিয়ে হাজির হব এবং নগরবাসীকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ করব।

নগরবাসীর উদ্দেশ্যে কিনি আরও বলেন, পূর্ব অভিজ্ঞতার কারণে নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং যাতে ভোটে কারচুপির সুযোগ না পায় সেক্ষেত্রে নগরবাসীকে সজাগ থাকতে হবে।

বিকেলে মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল নগরের ৯নং ওয়ার্ড নগর ভবন এলাকা, রসুলপুর কেন্দ্রীয় মসজিদ, ১০নং ওয়ার্ড কেডিসি, শিল্পকলা একাডেমি এবং ২৭নং ওয়ার্ড সোনা মিয়ার পোল এলাকায় গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।