ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি ভোট: মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
গাজীপুর সিটি ভোট: মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র প্রার্থী ৮ জন। এর মধ্যে আলোচনায় আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী মো. আজমত উল্লা খান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও অপর স্বতন্ত্র প্রার্থী রনি সরকার।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।

মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন: আজমত উল্লাহ খাঁন ভোট দেবেন সকাল সাড়ে ৮টায় টঙ্গী বাজার ভরান আহসানিয়া দারুস সালাম মাদরাসা কেন্দ্রে।  

জাহেদা খাতুন ভোট দেবেন নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়।  

এছাড়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান ভোট দেবেন টঙ্গীর সিরাজুদ্দীন সরকার বিদ্যানিকেতন কেন্দ্রে সকাল ৯টায়।

গাজীপুর সিটির নির্বাচনে ভোটার সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীর সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থী হলেন হলেন- নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আজমত উল্লা খান, লাঙল প্রতীকে জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ।  

এছাড়াও স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনবি/ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।