ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেয়রপ্রার্থী স্বামীর জন্য দোয়া চাইলেন স্ত্রী ইসমত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
মেয়রপ্রার্থী স্বামীর জন্য দোয়া চাইলেন স্ত্রী ইসমত

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সহধর্মিণী ইসমত আরা ইকবাল বেশ
কয়েকদিন ধরে নগরে জোরালোভাবে গণসংযোগ করে চলছেন।

ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ মে) বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিতে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন
ইসমত আরা ইকবাল।

শুভেচ্ছা বিনিময়কালে ইসমত আরা ইকবাল একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে বিসিসি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন ।

এ সময় তিনি বলেন, কেডিসির কলোনির অলিগলিতে হাঁটারও পরিবেশ নেই। এখানকার মানুষদের হাজারো সমস্যায় জর্জরিত। সবাইকে আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। শুধু আপনারা আমাদের পাশে থাকুন। শুভেচ্ছা বিনিময়কালে এই মেয়র প্রার্থী স্ত্রী বয়স্ক নারী ও শিশুদের ব্যক্তিগত খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ
আলম, হাফিজা আক্তার রিমি, লামিয়া, সঙ্গীতা দাস, শিমু আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।