ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি নির্বাচন: ঝুঁকিপূর্ণ ৩৫১ কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
গাজীপুর সিটি নির্বাচন: ঝুঁকিপূর্ণ ৩৫১ কেন্দ্র

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৫১টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সিটিএসবি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি ভোট কেন্দ্র। এরমধ্যে ৩৫১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে। এছাড়া ১২৯টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে দেখা হচ্ছে। তবে যেসব ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ ওইসব ভোটকেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৫ নং ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮, আর হিজড়া ভোটার ১৮ জন।

এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮০৮, এপ্রিল ২৩, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।