ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল সিটি ভোটে ৪ মেয়র প্রার্থীর ম‌নোনয়ন বাতিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
বরিশাল সিটি ভোটে ৪ মেয়র প্রার্থীর ম‌নোনয়ন বাতিল 

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে  ছয়জনকে বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ মে ) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই সভা শেষে এই ঘোষণা আসে।

সি‌টি নির্বাচ‌নের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যথাযথ কাগজপত্র না থাকায় চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ছয় প্রার্থী হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো আসাদুজ্জামান ও নেসারউদ্দিন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।  

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, মে ১৮, ২০২৩

এমএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।