ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আপেল প্রতীকে নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
আপেল প্রতীকে নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ঢাকা: আপেল প্রতীকে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

ইসি সচিব মো. জাহাংগীর আলম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন, যার গেজেট প্রকাশ হয়েছে মঙ্গলবার (৯ মে)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২২৩৩ অব ২০১৯ এর উপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৬এ-এর বিধান অনুযায়ী বাড়ি-০২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৪৬।

এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪১টি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৯, ২০২৩
ইইউডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।