ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনার মো. আলমগীর

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের রোডম্যাপে দেওয়া সময় অনুযায়ী আগামী জুনের মধ্যেই আমরা সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন করবো। এর আগে শুনানি হবে।

বুধবার (২৯ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ৩০০ আসন অক্ষত রেখে আমরা প্রাথমিক তালিকা দিয়েছি। এখন কতগুলো আসনে আবেদন পড়েছে সেটা বাছাই করার পর বলা যাবে। আলোচনার পর শুনানি হবে। জুনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব। শুনানি শুরু করার তারিখ এখনো হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতগুলো আসনের শুনানি হবে সেটা এখনো ঠিক করিনি। ১৮৬টা আবেদন পড়েছে। ১২৬টা আপত্তি খসড়ার বিপক্ষে, ৬০টি পড়েছে পক্ষে। পক্ষে-বিপক্ষে থাকলেও শুনানি হবে। বিপক্ষে থাকলে শুনানি হবে, শুধু পক্ষে থাকলে শুনানি হবে না। আসন সংখ্যাটা বলতে পারছি না। ডেস্কের কাজ শেষ হলে আলোচনা করে সিদ্ধান্ত নেব কবে থেকে শুনানি হবে। ঈদের আগে শুনানি হবে কিনা বলা যাচ্ছে না।

সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রধান বলেন, আমাদের ১০টি নির্বাচনি অঞ্চল। রাজশাহীর ৪৪টি, খুলনায় ৫, বরিশালে ২৯, ফরিদপুরে ৫, ঢাকায় ১৮, কুমিল্লায় ৮৩ আর চট্টগ্রামে ১টি আবেদন পড়েছে।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের পূর্বে এবং আদম শুমারির প্রতিবেদন প্রকাশের পর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, ভৌগলিক অখণ্ডতা ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করার বিধান রয়েছে। এবার প্রশাসনিক অখণ্ডতাকেই প্রাধান্য দিচ্ছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।