ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার জয়

বরগুনা: আমতলী উপজেলা পরিষদের পুনর্নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া নির্বাচিত হয়েছেন।  
    
বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনে ৬১টি কেন্দ্রের মধ্যে কাদের মিয়া নৌকা প্রতীকে ২৮ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি মো. ওমর ফারুক পেয়েছেন ১৬ হাজার ৬৫৭ ভোট।
 
বরগুনা জেলা নির্বাচন ও রিটানিং অফিসার দিলীপ কুমার হাওলাদার রাত ৯টায় ফলাফল ঘোষণা করে নৌকা প্রতীকের প্রার্থী কাদের মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।