ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামগতির চর আলগী ইউপিতে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
রামগতির চর আলগী ইউপিতে নৌকার জয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র ৯৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন চৌধুরী লিটন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

 

নৌকা প্রতীক নিয়ে ৩৭০৫ ভোট পেয়েছেন তিনি। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু পেয়েছেন ৩৬২২ ভোট।  

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কাজী হেকমত আলী বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।  

চর আলগী ইউপি নির্বাচনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩৬১০। এর মধ্যে ১১০৮২ জন ভোটার ভোট দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।