ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’

রংপুর: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মতো রংপুরের পীরগাছায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১০টায় দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম শাহনেওয়াজ প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।