ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রুমিন ফারহানার আসনে আসছেন জাসদের রীনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
রুমিন ফারহানার আসনে আসছেন জাসদের রীনা

ঢাকা: বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংসদের সংরক্ষিত মহিলা আসনে আসছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি আফরোজা হক রীনা। তিনি দলটির সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আবদুল বাতেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আফরোজা হক। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।

আর কোনো প্রার্থী না থাকায় এবং তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তিনিই হচ্ছেন আসনটির সংসদ সদস্য।

আফজরোজা হক রীনা বর্তমানে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও  জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়কও। ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্ম নেন রীনা। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়েই। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো সদস্য হন আফরোজা হক।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।