ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বৈত ভোটার হলে কঠিন শাস্তি: ইসি আলমগীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
দ্বৈত ভোটার হলে কঠিন শাস্তি: ইসি আলমগীর

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বৈত ভোটার হলে অনেক কঠিন শাস্তি। এজন্য জেল খাটতে হবে।

 

রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

আলমগীর বলেন, ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি। এবারও তাই হবে। যদি কারো কোনো আপত্তি থাকে, তারা আপত্তি দেবেন। ত্রুটি থাকে তাহলে সংশোধনের জন্য আবেদন করবেন। পরে আমরা চূড়ান্ত করে ভোটার দিবসে প্রকাশ করবো।

তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে দ্বৈত ভোটার হওয়া অপরাধ। শাস্তি অনেক কঠিন। তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে। ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। পাশাপাশি জেল খাটতে হবে।  

এক প্রশ্নের জবাবে বিভিন্ন সাবেক এ ইসি সচিব বলেন, হালনাগাদ শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সাধারণ নির্বাচনের আগে একটা সময় থাকে। সেই সময়ের মধ্যে ভোটার হলে তারাও অন্তর্ভুক্ত হবেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের ধীরগতি রোধে হাতের ১০ আঙুলের ছাপ নেওয়ার প্রসঙ্গে এ কমিশনার বলেন, ইসি সচিবালয় চেষ্টা করে যাচ্ছে। জেলা শহর, মেট্রোপলিটন এলাকায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।