ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ, কর্মসূচি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

ঢাবি: দীর্ঘ ২২ বছর অচল থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’।
 
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রোববার এ আয়োজন করা হয়।



সমাবেশে ডাকসু নির্বাচনের দাবিতে আগামী ১ এপ্রিল ডাকসু ভবনের সামনে গণজমায়েত ও বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, ‘ডাকসু নির্বাচন না থাকায় জাতীয় নেতৃত্ব তৈরি হচ্ছে না। দেশের রাজনীতি চলছে টাকার জোরে। ফলে তৈরি হচ্ছে না যোগ্য নেতৃত্ব। ৫২’, ৫৪’, ৬৯’ ৭১’, ৮৯’ এর আন্দোলনে ডাকসু ভূমিকা রেখেছে। কিন্তু আজ ডাকসু নেই বলে দেশের সঙ্কটে কেউ যোগ্য ভূমিকাও রাখতে পারে না। ’

বক্তারা বলেন,  ‘মাঠে আছি মাঠে থাকব আন্দোলনের মাধ্যমে ডাকসু নির্বাচন আদায় করেই ঘরে ফিরব। ’
 
সমাবেশে বক্তব্য রাখেন ডাকসু নির্বাচনের জন্য হাইকোর্টে রিটকারী আলী আসিফ শাওন, নাদিম মাহমুদ, ইমন, ইংরেজি বিভাগের ছাত্র বাবু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র রেজাউদ্দৌলা প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।