ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রংপুরে হবে না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
‘৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রংপুরে হবে না’

ঢাকা: ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকাসহ অন্যান্য কেন্দ্রের সঙ্গে রংপুরে অনুষ্ঠিত হওয়ার কথা বিজ্ঞাপনে থাকলেও তা হবে না বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।



এতে বলা হয়, ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে প্রকাশিত ৩৩তম বিসিএস পরীক্ষা ২০১২ এর ৮০.২০০.০৪৬.০০.০০.০১৬.২০১২-৭০ নং বিজ্ঞাপনের ২৬নং অনুচ্ছেদে মুদ্রণজনিত ক্রুটির কারণে অন্যান্য কেন্দ্রের সঙ্গে রংপুর কেন্দ্র উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপনের ২৬নং অনুচ্ছেদের ২য় বাক্যটি নিম্নোক্তভাবে সংশোধন করা হলো: প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপনের অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।