ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনতা ব্যাংকের বৃত্তি প্রদান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দিয়েছে জনতা ব্যাংক।

শনিবার বিকেলে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ১৮ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির টাকা দেওয়া হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল-১ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন- জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অ্যাড. বলরাম পোদ্দার বাবলু।

কলেজ অধ্যক্ষ নির্মল চন্দ্র সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।