ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে প্রাথমিক স্কুলের নতুন ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সৈয়দপুরে প্রাথমিক স্কুলের নতুন ভবন উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২৩ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল, সহকারী প্রকৌশলী তারিক লতিফ, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।  

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) আওতায় চারতলা ভিত্তির একতলা ভবনটি প্যাকেজ প্রকল্পে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আর শ্রেণি সংকট হবে না।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।