ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

‘সুশিক্ষার মাধ্যমে মানবতার জন্য মনের হৃদয়ের খুলে দিতে হবে’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
‘সুশিক্ষার মাধ্যমে মানবতার জন্য মনের হৃদয়ের খুলে দিতে হবে’

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেছেন, সুশিক্ষার মাধ্যমে তোমাদেরকে হৃদয়ের জানালা খুলে দিতে হবে। কারন, সুশিক্ষা পারে হৃদয়ের জানালা খুলে দিতে।

এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে নিজ পরিবার, সমাজ, দেশ তথা জাতির উপর দায়িত্ববোধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

সোমবার (২১ মার্চ) সকালে ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক(সম্মান) শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, তোমাদের প্রত্যেককে এক একজন আলোকিত মানুষ হতে হবে। তাহলেই তোমার প্রতিষ্ঠান আলোকিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আজ তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো, এটাও অনেক সৌভাগ্যের বিষয়।

জাতির পিতা সম্পর্কে তোমাদেরকে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এবং জাতির পিতার স্বপ্নকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।

বিভাগের সভাপতি শাহিদা আক্তার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড আলমগীর হোসেন ভুঁইয়া, আইন অনুষদের ডীন অধ্যাপক ড মোছা. সৈয়দা সিদ্দিকা, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।