ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

‘আ.লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
‘আ.লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আওয়ামী লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা একটি গর্বিত জাতি। আমরা রাজনীতি ভয় পাই না। রাজনীতি কোনো ঘৃণার বিষয় নয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগ করে গর্বিত। বাংলাদেশ আওয়ামীলীগ শুধু স্বাধীনতা অর্জনেই নয় দেশ গড়ার পেছনেও অগ্রণী ভূমিকা রেখেছে। ’

তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে এক। আমাদের মাতৃভূমি, মাতৃভাষা, সংস্কৃতিতে ধরে রাখতে প্রয়োজন জাতীয় ঐক্যের। অনেকেই অবৈধভাবে মসনদে বসার চেষ্টা করে, কিন্তু শেখ হাসিনা সরকারের সেই বাসনা নেই। যদি কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আমরা কখনোই নির্বাচন ভয় পাই না। আওয়ামী লীগের নির্বাচনে ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান  বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় এক কথা বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। ’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ আহমেদ বলেন, ‘পরিসংখ্যান ছাড়া একটি দেশের উন্নতি হলেও আশানুরূপ উন্নতি হবে না। খবরের কাগজ দেখলেই বাংলাদেশের উন্নয়নের পরিসংখ্যান দেখা যায়। আমার অনেক দিনের শিক্ষকতা অভিজ্ঞতায় দেখেছি, যেখানে মেয়েদের অংশগ্রহণের বেশি সুযোগ থাকে সেখানে দ্রুত উন্নতি হয়। বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ সরকারের উচিত তাদের জন্য আরও বেশি কাজ করা। ’

অনুষ্ঠানে ড. মোহা. মুজিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শফিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলমগীর কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।