ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন নেতৃত্বে ইবি লালন শাহ হল ডিবেটিং সোসাইটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
নতুন নেতৃত্বে ইবি লালন শাহ হল ডিবেটিং সোসাইটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. রাশেদ আহমেদকে সভাপতি ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) লালন শাহ হল প্রভোস্ট ও হল ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. ওবায়েদুল ইসলাম ও সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনয়িম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ ও আরিফ হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মেহেদী, অর্থ-সম্পাদক মো. আফজালুল হক সোহাগ, দপ্তর-সম্পাদক নূর মুহাম্মদ, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, তথ্য ও প্রচার সম্পাদক শামীম আহমেদ শুভ, বিতর্ক বিষয়ক সম্পাদক আজিজুল হক মিরাজ।  

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন ইয়ামান মুসতাহসীন, আব্দুল্লাহ আল মামুন ও সানভী রহমান।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।