ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ সেমিনার শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
শাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ সেমিনার শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার হাব’ শুরু হয়েছে।

ব্রাকের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রোগাম শুরু হয়।

প্রতিষ্ঠানটির এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার মৌসুমী দে জানান, এবারের প্রোগাম দু’ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রোগ্রামের প্রথম পর্বে সকাল ১০টা থেকে শুরু হয়। সকালের পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন।

এদিকে দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু হবে দুপুর ২টা থেকে। এতে ক্যারিয়ার হাব সম্পর্কে প্রেজেন্টেশন করবেন ব্রাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন ইউনিসেফ বাংলাদেশের কাউন্ট্রি রিপ্রেজেনটেটিভ শেলডন ইয়েট। জেনারেশন আনলিমিটেডের সিইও ড. কেবিন প্রে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।