ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে ফেল করেও ২১ পরীক্ষার্থী পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
যশোর বোর্ডে ফেল করেও ২১ পরীক্ষার্থী পাস

যশোর: এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২১ জন পরীক্ষার্থী।

আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।  

রোববার (১৩ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ড প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।  

এদিকে গত কয়েক বছরে বোর্ডটিতে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর পুনঃনিরীক্ষণে আশঙ্কাজনকভাবে একেবারেই ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়তে থাকে। তবে, এবারের এইচএসসিতে দক্ষ শিক্ষকদের দ্বারা সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করার মাধ্যমে একেবারে ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি বলে দাবি করছেন বোর্ড সংশ্লিষ্টদের।

করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই রেজাল্টে ফলাফলে পাসের হারে দেশের সেরা হয় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পায় ২০ হাজার ৮৭৮ জন। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রতিবছর ফেল থেকে একেবারেই জিপিএ-৫ পাওয়ার সংখ্যা থাকলেও এবার সেই সংখ্যা একেবারেই নেই। তবে, ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছেন ২১ জন। ফলাফল পরিবর্তন হওয়া ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড পেয়েছেন ৪ জন, এ মাইনাস পেয়েছেন ৮ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র বাংলানিউজকে বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ৪ হাজার ৫শ ৬৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ২১ জন প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।