ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

ঢাকা: ‘টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী বাজারে অবস্থিত কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) স্কুলের আয়োজনে এ উপলক্ষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র ইন্সট্রাক্টর আহমেদ শাহ আল মাহফুজ, সিনিয়র শিক্ষক মালা হোসেন, প্রভাষক ইংরেজি বিপুল কুমার দেবনাথ প্রমুখ।

মো. আশরাফুল ইসলাম আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।