ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি: শিক্ষামন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি: শিক্ষামন্ত্রী 

ময়মনসিংহ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রফতানি করছি।

আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তারা যেন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত চারতলা ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।      

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ,  বিদ্যালয় প্রতিষ্ঠাতা জমশেদ আলীর ছেলে মোহসীন আলী, মেয়ে সঙ্গীত শিল্পী সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ