ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ছেলেদের তুলনায় পাসের হারে এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ছেলেদের তুলনায় পাসের হারে এগিয়ে মেয়েরা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার শিক্ষার্থীদের মধ্যে পাসের দিক থেকে ছেলে শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এ পরীক্ষায়, যা ছাত্রদের তুলনায় ১১ হাজার ২১৪ জন বেশি।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ লাখ ৬৪ হাজার ৭৩৩ জন ছাত্র পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ২০ হাজার ৭১৩ জন। অর্থাৎ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ২২ শতাংশ। অপরদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ৫ লাখ ৭৫ হাজার ৯৪৭ জন ছাত্রী পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। এদের মধ্যে পাস করেন ৫ লাখ ৪৫ হাজার ৫২৯ জন। অর্থাৎ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৭২ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ঢাকা শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ১৫ হাজার ৯৫৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৭৯ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৫৮ হাজার ১২৫ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২৬০ জন। অপরদিকে ছাত্রী ১ লাখ ৫৭ হাজার ৮৩২ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ১১৯ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৬১০ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫ হাজার ১৭ জন। অপরদিকে ছাত্রী ৭১ হাজার ৩০৮ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৪৭২ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৭ হাজার ৪৬৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৩১ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৫ জন। অপরদিকে ছাত্রী ৬৪ হাজার ৪৩৫ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৬১৫ জন।

যশোর শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩১ হাজার ৫০০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৪৪৭ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৪ হাজার ১০৬ জন। অপরদিকে ছাত্রী ৬৪ হাজার ৫৩ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৬৩৫ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১ হাজার ২৫১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ৬২ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫০ হাজার ৭৪ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪২ হাজার ৮৪০ জন। অপরদিকে ছাত্রী ৫১ হাজার ১৭৭ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ২২২ জন।

বরিশাল শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৬৮ হাজার ৬২২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৩ হাজার ৯৬৪ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৫ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩০ হাজার ২৮৯ জন। অপরদিকে ছাত্রী ৩৫ হাজার ৫৮৭ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ৬৭৫ জন।

সিলেট শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৩ হাজার ১৯৩ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ৯৩৯ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৩০৬ জন। অপরদিকে ছাত্রী ৩৭ হাজার ৫৯ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ হাজার ৮৮৭ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৭ হাজার ৮১৫ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৪৫ জন। অপরদিকে ছাত্রী ৫৮ হাজার ১৭১ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৪৩৯ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৭০ হাজার ৯৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ২৫০ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৬৫৭ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৭৮৫ জন। অপরদিকে ছাত্রী ৩৬ হাজার ৩২৫ জন এবং এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ হাজার ৪৬৫ জন।

এর আগে ২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।