ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়ানোর আশা দীপু মনির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়ানোর আশা দীপু মনির শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ফাইল ছবি

ঢাকা: দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় স্কুল-কলেজের ছুটি আর বাড়াতে হবে না বলে আশা প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড আয়োজিত নতুন শিক্ষাক্রম নিয়ে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আমাদের পরবর্তী সভা হবে। যেহেতু এখন সংক্রমণের হার কমে আসছে, সেজন্য আমরা সবাই খুব আশাবাদী যে এরপর আর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার তারিখ বাড়াতে হবে না। যদিও আমি এই মুহূর্তে সুস্পষ্টভাবে বলতে পারছি না।

তিনি বলেন, জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত (শিক্ষা প্রতিষ্ঠান খোলা) নিতে পারব।

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

সবশেষ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১২ ফেব্রয়ারি, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।