ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সহপাঠীকে মারধর, ২ বাস আটকালেন ঢাকা কলেজের ছাত্ররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সহপাঠীকে মারধর, ২ বাস আটকালেন ঢাকা কলেজের ছাত্ররা

ঢাকা: ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের দু’টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় মিরপুর রোড থেকে বাস দু’টি আটক করে ঢাকা কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে যায় শিক্ষার্থীরা।

জানা গেছে, মারধরের শিকার শিক্ষার্থী শিমুল ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যায়নরত। ভাড়া নিয়ে কথা কাটাকাটি হলে রাজধানীর শ্যামলী এলাকায় শিমুলের ওপর চড়াও হন মৌমিতা বাসের হেলপার। এরপর ওই শিক্ষার্থীকে মারধর করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খম কাইয়ুম বাংলানিউজকে জানান, এমন একটি ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে ঘটনাটি মিরপুর রোডের আসাদগেট-শ্যামলী এলাকায় ঘটেছে। তবে আমরা খোঁজ খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।