ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ছাত্রলীগের হল শাখার সভাপতি-সম্পাদক ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
ঢাবি ছাত্রলীগের হল শাখার সভাপতি-সম্পাদক ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হলের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাম প্রকাশ করা হয়।

এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি কহিনুর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, মাস্টার দা সূর্য সেন হলে সভাপতি মারিয়াম জামাল খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান, হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি শহীদুল হক শিশির, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সভাপতি কামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্যার এফ রহমান হলে সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি আযহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, কবি জসীম উদ্দীন হলে সভাপতি মোহাম্মদ সুমন খলিফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তানভীর সিকদার, সাধারণ সম্পাদক নিশাত সরকার।

এছাড়া, বিজয় একাত্তর হলে সভাপতি সজিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক আবু ইউনুস, জগন্নাথ হলে সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ, ফজলুল হক মুসলিম হলে সভাপতি আনোয়ার হোসেন নাইম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত, শহীদুল্লাহ  হলে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম, অমর একুশে হলে সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ, বেগম রোকেয়া হলে সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা, শামসুন্নাহার হলে সভাপতি খাদিজা আক্তার উর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নিলা, কুয়েত মৈত্রী হলে সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আখি, বেগম সুফিয়া কামাল হলে সভাপতি পূজা কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে রিমা আক্তার ডলি লাবিসার নাম ঘোষণা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।