ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি: ভর্তি শেষেও ১৪৭৫ আসন খালি!

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ইবি: ভর্তি শেষেও ১৪৭৫ আসন খালি!

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্যে থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি শেষে এখনো অর্ধেকের বেশি আসন খালি রয়েছে।  

গত ২৫ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়।

ভর্তি শেষে তিন ইউনিটে এখনো মোট ১ হাজার ৪৭৫টি আসন খালি রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমানে পরিবর্তন চলছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

দপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত তিনটি ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৯৫টি আসনের মধ্যে ৮২৯টি ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ২৯৭টি আসন ফাঁকা রয়েছে।

খালি আসনগুলোতে ভর্তির জন্য ০২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ০৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এর পরও আসন খালি থাকলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd- এ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।