ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিতে অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
শাবিতে অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা ছবি মাহমুদ হোসেন

শাবিপ্রবি (সিলেট): এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন ভাঙাতে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে সস্ত্রীক কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের এ অনশন ভাঙাবেন বলে জানান তারা।

এ সময় মেডিক্যালে থাকা ২০ অনশনকারীসহ এসে ২৮ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।

ছবি মাহমুদ হোসেন

এর আগে ভোরে ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

>>> আরও পড়ুন: অনশন না ভাঙায়ে যাব না: ড. জাফর ইকবাল

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ২৬ জানুয়া‌রি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।