ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

২৯ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে ফিরলো আলো

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
২৯ ঘণ্টা পর শাবিপ্রবি ভিসির বাসভবনে ফিরলো আলো শাবিপ্রবি ভিসির বাসভবন।

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

তিনি বলেন, ভিসির বাস ভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্ধশতাধিক স্টাফের বাড়ি রয়েছে। এতে তাদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানায়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোন সহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাস ভবনের সংযোগ বিচ্ছিন্ন করেন আন্দোলনকারীরা। এতে ২৯ ঘণ্টা পরে এ সংযোগ পুনরায় চালু করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।