ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হাসপাতাল থেকে ফিরে ফের অনশনে ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
হাসপাতাল থেকে ফিরে ফের অনশনে ৭ শিক্ষার্থী

শাবিপ্রবি (সিলেট): উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনরত ৭ শিক্ষার্থী হাসপাতাল থেকে আবারও অনশনরত স্থানে ফিরেছেন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা হাসপাতাল থেকে ফিরেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

তিনি বলেন, আন্দোলনে অনশনরত শিক্ষার্থীরা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা একটু সুস্থতাবোধ করায় ডাক্তারের ছাড়পত্র নিয়ে ক্যাম্পাসে ফিরে আসছেন। তারা সুস্থতাবোধ করায় হাসপাতালে থাকতে চাচ্ছে না। তাই তারা একটু সুস্থ হলেই তারা ক্যাম্পাসে ফিরে আসছেন।

সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে মোট ভর্তি রয়েছেন ১৩ জন। বাকি ১৫ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।

এর আগে রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান। এদিকে অনশনের ১২০ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।