ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবি মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই এমন দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের।  

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি তোলেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হলে তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। এতে তাদের ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা সরকারের কাছে দাবি জানান স্বাস্থ্যবিধি মেনে হলেও তাদের পরীক্ষাটা যেন নেওয়া হয়।

মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষায় অবতীর্ণ হতে চাই এতে অন্তত যাই হোক আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রিজভী আহমেদ, নাঈম হোসেন, সাইমুন হোসেন, রিয়াজুল ইসলাম, রনি শেখ, নাসির খান প্রমুখ। এ কর্মসূচিতে শহরের বেশ কযেকটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।