ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সময় যতই গড়াচ্ছে, বাড়ছে মেডিক্যালের যাত্রী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
সময় যতই গড়াচ্ছে, বাড়ছে মেডিক্যালের যাত্রী শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত  শিক্ষার্থীদের  সময় যতই গড়াচ্ছে  ততই বাড়েছে মেডিক্যালের যাত্রী। অনশনের ৭১ ঘণ্টা পার হলেও তা ভঙ্গ করেননি কেউ।

এতে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে পড়ায় তাদের মেডিক্যালে ভর্তি করা  হয়েছে।  

শনিবার (২২ জানুয়ারি) বেলা দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ৭ জন ছেলে রয়েছেন। অনশনরত অস্থায় ১ জন রাগিব বারেয়া, ২ জন মাউন্ড এডোরা ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এদিকে শাবিপ্রবিতে দায়িত্বপালনরত চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে ৭ জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের  মেডিক্যালে রেফার করা হচ্ছে।  আমরা ১৫ জন চিকিৎসক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।  


বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।