ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’- স্লোগানে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’- স্লোগানে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকেই গোল চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা।

সেখানে শতাধিক শিক্ষার্থী গোল চত্বরে অবস্থান করছেন।  

‘এক দুই তিন চার ভিসি তুমি গদি ছাড়’, ‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনরতরা।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভে গতকালও উত্তাল ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি। সোমবার (১৭ জানুয়ারি) রাত ২টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

উল্লেখ্য, শাবি প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার শাবির বিভিন্ন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। তাদের দাবি, শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সরে যেতে হবে। একইসঙ্গে প্রক্টরিয়াল বডি ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে তারা উপাচার্যকে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ