ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ঢাবিতে সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাভার (ঢাকা): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সাভারে নোহা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার (১৬ জানুয়ারি) সকালে সাভারের পলুর মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নোহা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিনখাঁরহাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে। পরিবারের সঙ্গে সাভারের রাজাশনের পলুরমার্কেট এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, নোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। এই অভিমান থেকে সে আত্মহননের পথ বেছে নেয় হয়তো। গতকাল রাতের খাবাবের পর সে তার ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, নোহার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলো। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসএফ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।