ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি প্রক্টরের পদত্যাগ দাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
রাবি প্রক্টরের পদত্যাগ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলীর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা জোরদারের দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে ‘নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ কর’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই কেন? প্রশাসন জবাব চাই’, ‘দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই’, ‘সিসি ক্যামেরার কাজ কি? প্রশাসন জবাব চাই’- এসব লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। নিজের আবাসস্থলে যখন একজন শিক্ষার্থীকে অজানা আতঙ্কে বসবাস করতে হয়, সেখানে কীভাবে তারা পড়াশোনায় মনযোগী হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করবে।

তারা আরও বলেন, ক্যাম্পাসে সিসি ক্যামেরা,  প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসনের কাজ কী? তারা কী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছেন? সম্প্রতি ক্যাম্পাসে দুটি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রক্টর যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন রাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মহন্থ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খান, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।