ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ  শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহণ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২২ দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত শিক্ষক সমিতির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়।

সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক ড. কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সদ্যবিদায়ী সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ।  

সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সদ্যবিদায়ী সভাপতি পরষ্পরকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিবাদন জানান। সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক পরষ্পরকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিবাদন জানান।

এছাড়া বিদায়ী ও নির্বাচিত কমিটির অন্যান্যদেরও ফুল ও ক্রেস্ট দিয়ে অভিবাদন জানানো হয়।

গত ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল জয়লাভ করে। সাধারণ সম্পাদকসহ ৫ পদে আওয়ামীপন্থী শিক্ষকরা জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ