ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ইংরেজি বিভাগের নতুন সভাপতি ড. মেহের

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ইবির ইংরেজি বিভাগের নতুন সভাপতি ড. মেহের ইবির ইংরেজি বিভাগের নতুন সভাপতি ড. মেহের

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেহের আলী।

শনিবার (১ জানুয়ারি) দুপুর বারোটার দিকে বিভাগীয় সভাপতি কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিভাগের সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিবহন প্রশাসক অধ্যাপক ড আনোয়ার হোসেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড মামুনুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড গোতম কুমার দাস, বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, অধ্যাপক ড শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ।

বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর  বিভাগের সভাপতি হিসবে নিয়োগ পান অধ্যাপক ড সালমা সুলতানা। শনিবার (১ জানুয়ারি) তার তিন বছরের মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. মেহের আলী নিয়োগ পেয়েছেন। রোববার (২ জানুয়ারি) থেকে আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮, ডিসেম্বর ১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ