ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা  শুরু বুধবার

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব  কলেজে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা বুধবার (২৯ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে, শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আর ওবলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে  কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭/০২-৯২৯১০৩১, এবং মোবাইল নম্বর ০১৭১১৫৪৩৮৩৮ ও ০১৩১৩০৫২৩৬১ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৫, ডিসেম্বর ২৮, ২০২১।
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ