ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল আলম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
রাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক শহিদুল আলম অধ্যাপক শহিদুল আলম

রাজশাহী বিশ্ববিদ্যাল (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক শহিদুল আলম। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবির রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচনে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) প্রার্থী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম। অপরদিকে, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের (সাদা প্যানেল) প্রার্থী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান পেয়েছেন ৩৮৭ ভোট পান।

নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক শহিদুল আলম বাংলানিউজকে বলেন, নির্বাচনে জয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। আমাকে যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দেওয়ায় সবার প্রতি আমি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ