ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম ও সম্পাদক বাতেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম ও সম্পাদক বাতেন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল কাইউম ও সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

সমিতির সহ-সভাপতি পদে ড. বিজন কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবীর, আবু জাফর মিয়া, ড. রেহানা পারভীন, রিফাত ফেরদৌস, সঞ্জয় কুমার সরকার,  মো. সানবিন ইসলাম, অসীম কুমার নন্দী, মো. সাদেকুর রহমান ও  সুমনা রানী সাহা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনার মারুফা আক্তার ও মো.
সাদিকুর রহমান।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্র- শিক্ষক কেন্দ্রে  নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ