ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকায় স্কুল অব ইকনোমিকসের যাত্রা শুরু

স্টাফ করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

ঢাকা: ঢাকায় অর্থনীতির বিশেষায়িত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকসের যাত্রা শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনে প্রতিষ্ঠানটির স্নাতকোত্তর ডিপ্লোমা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



আগামী দিনে এ প্রতিষ্ঠান দেশের বহু প্রথিতযশা ও কৃতি অর্থনীতিবিদের সৃষ্টি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

অর্থনীতি বিষয়ে ৯ মাসব্যাপী স্নাতকোত্তর ডিপ্লোমা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা স্কুল অব ইকনোমিকসের যাত্রা। এরই মধ্যে এ কোর্সে ১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছে। পাশাপাশি এ বছরই পরিবেশ অর্থনীতিতে দেড় বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কোর্স শুরু করা হবে।

লন্ডন স্কুল অব ইকনোমিকস বা দিল্লি স্কুল অব ইকনোমিকসের আদলে এ ধরনের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির ভবনই হবে ঢাকা স্কুল অব ইকোনমিকস্ ক্যাম্পাস।

ঢাকা স্কুল অব ইকনোমিকসের (ডিএসসিই) গভর্নিং কাউন্সিলের সভাপতি চেয়ারম্যান ও রেক্টর কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল ইসলাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. আবুল বারাকাত, ড. তৌফিক আহমদ চৌধুরী, ড. সাইদুর রহমান লস্কর, ড. নারায়ণ চন্দ্র নাথ, সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শামীম হোসেন প্রমুখ।  

আগামীতে ঢাকা স্কুল অব ইকনোমিকস মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ইকনোমিকস, মাস্টার্স ইন ডেভলপমেন্ট ইকনোমিকস, ইকনোমিকসে এম. ফিল, ইকনোমিকসে পিএইচডি কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ সময় ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।